অভয় চরণ উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৬ খ্রিষ্টাব্দ থেকে অদ্যাবধি বিদ্যালয়টি সুনামের সাথে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী দেশ বিদেশে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কর্মরত আছে। আমি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ও শিক্ষার মান উন্নয়নে সাধ্যানুযায়ী কাজ করছি। এলাকার মানুষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব অর্পন করেছেন তার প্রতিদান কখনও শেষ করা যাবে না।
আমি আশা করি এলাকায় একটি সুশিক্ষিত ও কর্মবীর সমাজ গঠনে এই বিদ্যালয়ের সক্রিয় ভূমিকা সবসময় থাকবে। এলাকার মাননীয় সংসদ সদস্য ও গন্য মান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময় আমাদের পাশে আছেন । এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে ও তাদের সার্বিক সহযোগীতা কামনা করি।
পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সর্বস্তরের শুভাকাক্সক্ষীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি । আল্লাহ হাফেজ।